উচ্চ মাধ্যমিকের পরে: নার্সিং কোর্স আপডেট ২০২০জেনে নিন কোথায় এবং কত খরচে নার্সিং পড়তে পারবেন|
1 min read
উচ্চ মাধ্যমিকের পরে: নার্সিং কোর্স আপডেট ২০২০জেনে নিন কোথায় এবং কত খরচে নার্সিং পড়তে পারবেন|শা হিসাবে নার্সিং-এর চাহিদা প্রচুর। এবং এই পেশায় দক্ষ হতে চাইলে উচ্চ মাধ্যমিকের পর প্রথাগত পড়াশোনায় না গিয়ে স্বচ্ছন্দেই নার্সিং নিয়ে পড়া যায়। নার্সিং-এর কোর্স সাধারণত তিন থেকে চার বছরের, পাওয়া যায় ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি। এ ছাড়া এক বছরের সার্টিফিকেট আর দু’ বছরের ডিপ্লোমা কোর্সও করা যায়। তা ছাড়া আছে তার থেকেও বেশি সময়ের নার্সিং কোর্স।
আইএএস অ্যাকাডেমি
জোধপুর পার্ক, কলকাতা ৭০০০৬৮। ফোন ০৩৩ ৪৬০২ ১৯৭১।
কোর্স
১) সাড়ে তিন বছরের জিএনএম (ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি)। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান/আর্টস (বায়োলজি/অক্সিলিয়ারি নার্স মিডওয়াইফারি) নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।
২) নার্সিং-এ চার বছরের বিএসসি। ন্যূনতম যোগ্যতা: দ্বাদশ শ্রেণি পাশ।
স্কুল অব নার্সিং অ্যান্ড মেডিক্যাল টেকনোলজি
জোধপুর পার্ক, কলকাতা ৭০০০৬৮, ফোন ০৩৩ ৪০০৪ ৬৭৭১।
কোর্স ফ্রী
উচ্চ মাধ্যমিকের পরে: নার্সিং কোর্স আপডেট ২০২০জেনে নিন কোথায় এবং কত খরচে নার্সিং পড়তে পারবেন|নার্সিং-এ চার বছরের বিএসসি। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ। ৩৫ হাজার টাকা প্রতি সেমিস্টারে, অ্যাডমিশন ফি ৩০০০০ টাকা।
বেহালা ইনস্টিটিউট অব অ্যালায়েড হেলথ্ সায়েন্সেস
২সি/৬ বীরেন রায় রোড ওয়েস্ট, সঞ্জীব পল্লি, বেহালা চৌরাস্তার কাছে, কলকাতা ৭০০০৩৪, ফোন ০৯৮৩০৬ ৬২৯৩০।
কোর্স
পেশেন্ট কেয়ার (ডিপিসি নার্সিং) এক বছরের সার্টিফিকেট ও দু’ বছরের ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: মাধ্যমিক পাশ, দ্বাদশ শ্রেণি পাশ হলে অগ্রাধিকার।
চার্নক হেলথকেয়ার ইনস্টিটিউট
সিন্থেসিস – ইউনিট ৪, সিবিডি ১, অ্যাকশন এরিয়া ২, মেজর আর্টেরিয়াল রোড, রাজারহাট নিউটাউন, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল হাব (সিবিডি), কলকাতা ৭০০১৫৬, ফোন ০৩৩ ৪০৩০ ০৩০০।
কোর্স
১) জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে তিন বছরের ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: যে কোনো বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।
২) নার্সিং-এ চার বছরের বিএসসি। ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।
ক্যালকাটা ইনস্টিটিউট অব নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্সেস
৭০ গোলাঘাটা রোড, দক্ষিণদাঁড়ি, কলকাতা ৭০০০৪৮, ফোন ০৯৮৭৫৪৯২৮৭৫।
কোর্স
১) নার্সিং-এ চার বছরের বিএসসি। ন্যূনতম যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।
২) জেনারেল নার্সিং ও মিডওয়াইফারিতে তিন বছরের ডিপ্লোমা। ন্যূনতম যোগ্যতা: যে কোনো বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।
কাঞ্চনজঙ্ঘা ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি
মেন রোড, ওয়ার্ড ১৬, চম্পাসারি, শিলিগুড়ি ৭৩৪০০৩, ফোন ০৯৪৭৪০৪৮২৬৬।
কোর্স
তিন বছরের জিএনএম নার্সিং ও চার বছরের বিএসসি নার্সিং। ন্যূনতম যোগ্যতা: প্রথম ক্ষেত্রে যে কোনো বিষয় নিয়ে এবং দ্বিতীয় ক্ষেত্রে বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।
আদান প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং কলেজ
সিসাবাড়ি, চম্পাসারি, শিলিগুড়ি ৭৩৪০০৩, ফোন ০৮০১৬২৩৫৫৬৯
কোর্স
নার্সিং-এ তিন বছরের বিএসসি।
ন্যূনতম যোগ্যতা: বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।
নেওটিয়া অ্যাকাডেমি অব নার্সিং
২০৫২ চকগড়িয়া, উপহার হাউসিং কমপ্লেক্সের কাছে, কলকাতা ৭০০০৯৪। ফোন ০৩৩ ৩০২৬ ৩৪০০, ৯০৭৩৬৭৭২৫৫।
আরো দেখুন:- মাত্র ২২ দিনের শিশুকে কোলে নিয়ে কাজে যোগদান করলেন এক আইএএস অফিসার|
কোর্স
১) তিন বছরের জিএনএম (ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি)। ন্যূনতম যোগ্যতা: ৪৫% নম্বর সহ দ্বাদশ শ্রেণি পাশ।
২) নার্সিং-এ চার বছরের বিএসসি। ন্যূনতম যোগ্যতা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ।