বিশ্বের বৃহত্তম জাহাজ- হারমনি অব দ্য সিস।জেনে নিন এই জাহাজ এর বিশেষত্ত
1 min read
বিশ্বের বৃহত্তম জাহাজ- হারমনি অব দ্য সিস।জেনে নিন এই জাহাজ এর বিশেষত্ত বিশ্বে এ পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় ও ভারী জাহাজ হারমনি অব দ্য সিস।
যাত্রা শুরু: ৩১ র্মাচ ২০১৮
বিশ্বের বৃহত্তম জাহাজ- হারমনি অব দ্য সিস।জেনে নিন এই জাহাজ এর বিশেষত্ত নির্মাণ ব্যয়: ১.৩৫ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশী অর্থমূল্যে ১১ হাজার ৪০২ কোটি টাকা। জাহাজটির উচ্চতা: ৭২.৫ মিটার ,দৈর্ঘ্য: ৩৬১ মিটার। এই ধরনের তিনটি জাহাজ দৈর্ঘ্যে একত্রে এক কিলোমিটারের চেয়েও বেশী। .ঘন্টায় ২২নটিক্যাল মাইল বা ২৫(৪১ কিমি) বেগে চলে। যাত্রী ধারণ ক্ষমতা: ৬৬৮০ জন। যাত্রীদের সেবায় নিয়োজিত আছে ২২০০ জন ক্রু।
২৭৫৯টি বিলাসবহুল কেবিনে রয়েছে যাত্রীদের থাকার ব্যবস্থা।
২২টি ভিন্ন ধরনের রেস্টুরেন্ট বারে রয়েছে রোবোটিক ওয়েটার।
আরো দেখুন:- বিমানবন্দরে বসলো নতুন যন্ত্র,দেখুন কি কাজ হয় এই যন্ত্রর মাধ্যমে|
ছোটবড় ২৪ টি সুমিং পুল রয়েছে। আরো রয়েছে ওয়াটার পার্ক, থিম পার্ক, থিয়েটার, আইস স্কেটিং, সুসজ্জিত অত্যাধুনিক জিমনেশিয়াম, ২০০০০ গাছের বাগান, গেমিং জোন ও লাইব্রেরী। সব মিলিয়ে অত্যাধুনিক একটি ভাসমান শহর এই জাহাজটি।
৭ দিনে ভ্রমণের খরচ ৯৯০০০ থেকে ২১৮০০০ টাকা।